কোম্পানীগঞ্জে বসুরহাট নরমাল ডেলিভারী সেন্টারে প্রসূতির সিজার, নবজাতকের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট নরমাল ডেলিভারী সেন্টারে প্রসূতির সিজারে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ডাক্তারের ভুল অপারেশনে ওই নবজাতকের মৃত্যুর ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন নবজাতকের পিতা। প্রসূতির অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন তিনি। প্রসূতি তাসলিমা পাশ্ববর্তী কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা।


প্রসূতির স্বামী মোঃ সোহাগের দায়েরকৃত অভিযোগে জানা যায়, তার স্ত্রীর তাসলিমা আক্তার একজন সন্তান সম্ভবা। ফলে বিভিন্ন সময়ে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেলিভারীর তারিখ নির্ধারণ হয়। উক্ত তারিখ সম্পর্কে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. মাইন উদ্দিন অবগত থাকায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে ও নরমাল ডেলিভারীর আশ্বাস দিয়ে গত ৩ মে শুক্রবার ওই প্রসূতিকে উপজেলার কেজি রোডস্থ বসুরহাট নরমাল ডেলিভারী সেন্টারে ভর্তি করে। ভর্তির কিছুক্ষণ পর প্রসূতির স্বামী সোহাগকে রক্ত সংগ্রহের কথা বলে বাহিরে পাঠিয়ে তার অনুমতি না নিয়ে হাসপাতাল কর্তৃকপক্ষ বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা. মঞ্জুরুল হক এর মাধ্যমে সিজার করে করে বলে অভিযোগ করেন প্রসূতির স্বামী। 

ভুল সিজারের ফলে প্রসূতি ও নবজাতকের অবস্থার অবনতি হলে প্রসূতির স্বামীকে ডেকে প্রসূতি ও নবজাতকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসাপাতালে উন্নত চিকিৎসার জন্য নির্দেশ দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই উভয়কে নোয়াখালী গুড হিল হাসপাতালে ভর্তি করে। 

সেখানে নবজাতকের অবস্থার আরো অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক নবজাতক শিশুটিকে চট্টগ্রামে রেফার করে। চট্টগ্রামে নেয়ার পথে নবজাতকটির মৃত্যু হয়। প্রসূতির স্বামী আরো জানান, নরমাল ডেলিভারী সেন্টার তার স্ত্রীর বাচ্চাদানী কেটে ফেলে এবং শিশুটির শরীরে অস্ত্রের আঘাত লাগলে উভয়ের অবস্থার অবনতি ঘটে। ফলে শিশুটি মারা যায় এবং প্রসূতির অবস্থা এখনও আশংকামুক্ত নয়। 

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী গত রোববার (১২ মে) রাতে কোম্পানীগঞ্জ থানায় বসুরহাট নরমাল ডেলিভারী সেন্টার’র পরিচালক আব্দুল ওহাব, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা.মাঈন উদ্দিন, বসুরহাট নরমাল ডেলিভারী সেন্টার’র ব্যবস্থাপনা পরিচালক ও অপারেশনকারী ডা.মঞ্জুরুল হক কে আসামী করে লিখিত অভিযোগ করেন। 

উল্লেখ্য পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন ২০১০ অনুযায়ী হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টার নিবন্ধিত হওয়ার আগেই পরিবেশ ছাড়পত্র নেয়ার বিধান থাকলেও বসুরহাট নরমাল ডেলিভারী সেন্টার শুধু মাত্র বসুরহাট পৌরসভার ট্রেড লাইসেন্স নিয়ে গত দেড় মাস আগে নিয়মনীতির তোয়াক্কা না করে প্রশাসনের নাকের ডগায় কার্যক্রম পরিচালনা করে আসছে।

নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. বিধান চন্দ্র সেনগুপ্ত বলেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযত অনুমতি ছাড়া কোন বেসরকারি হাসপাতাল চলতে পারেনা। এ বিষয়ে তদন্ত করে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বসুরহাট নরমাল ডেলিভারী সেন্টার পরিচালক গণমাধ্যমকে জানান, সিজার অপারেশন আমাদের হাসপাতালে হয়েছে সত্য। তবে নবজাতক শিশু আমাদের হাসপাতালে মারা যায়নি, তাকে চট্রগ্রাম কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

Post a Comment

0 Comments