সুবর্ণচরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাই খুন !

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের পরিষ্কার বাজারে সোমবার রাতে ছোট ভাইয়ের হাতে বড়ভাই নিহত হয়েছেন।


চরজব্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, পশ্চিম চরজব্বর গ্রামের মফিজ উল্লাহর ছেলেদের মধ্যে পারিবারিক বিরোধ ছিল। সোমবার রাতে ছোট ভাই সোহেলের ঘরের ওপর দিয়ে বড় ভাই অজিউল্লাহ বিদ্যুৎ সংযোগ নিয়ে তার ঘরে সংযোগ দেয়।

এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাই সোহেল বড় ভাই অজিউল্লাহকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অজিউল্লাহকে নোয়াখালী জেনারেল হাসপতালে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার ওসি মো. শাহেদ উদ্দিন বলেন, ঘাতক সোহেলকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। নিহতের ময়না তদন্ত শেষে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

0 Comments