লক্ষ্মীপুরে ধানসহ সকল কৃষি পণ্যের ন্যয্য মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
আজ বৃহস্পতিবার (১৬ মে) 'কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গড়বো সোনার বাংলাদেশ'-স্লোগানে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে কৃষিখাতে ভর্তুকি প্রদান এবং মধ্যস্বত্বভোগীর দৌরাত্ন্যের লাগাম টেনে ধরার দাবিও উঠে আসে।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জেলা সমন্বয়ক হৃদয় কর্মকার এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইমতিয়াজ আহমেদ, রিজন হোসাইন, শাহেদ সরওয়ার, সৈয়দ নূর হোসেন ফাহাদ, ইসমাইল হোসেন রাসেল, সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
এসময় কৃষি পণ্যের নায্য মূল্য নির্ধারণ এর জোর দাবি করে বক্তারা।


0 Comments