মওদুদ আহমদকে গুরুতর অসুস্থ, তাকেঁ রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার আদালতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেলা ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন একান্ত সহকারী মোমিনুর রহমান সুজন।


হাসপাতালে অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের তত্তাবধায়নে মওদুদ আহমদের চিকিৎসা চলছে। 

সুজন বলেন, শনিবার রাত থেকে ব্যারিস্টার মওদুদ বুকে ব্যথা ও শ্বাস কষ্টে ভুগছিলেন। 

অসুস্থ অবস্থায় রোববার একটি মামলায় হাজিরার জন্য আদালতে যান তিনি। সেখানে তিনি বারান্দায় পড়ে যান। পরে তার ব্যক্তিগত চিকিৎসাকের পরামর্শে তাকে দ্রুত এ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি বলেন, ব্যরিস্টার মওদুদ এখন সিসিইউতে আছেন। তার পাশে স্ত্রী হাসনা মওদুদ রয়েছেন। 

মওদুদ আহমদের অসুস্থতার খবর পেয়ে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে দেখতে যান। দেশবাসী কাছে তার আশু আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছে তার পরিবার।

Post a Comment

0 Comments