ইউনুছ শিকদার: পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই সুবর্ণচরে এক গৃহবধু খুন।মঙ্গলবার বিকাল ৪টায় চরবাটা ভূইয়ার হাটের পাশে কলনী রাস্তার মাথার পশ্চিম পাশে জনতা বাজার সংলগ্ন আমেনা বেগম (২৩) নামে এক গৃহ বধূর লাশ তার শ্বশুরবাড়ী থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহতের পরিবারের অভিযোগ শ্বশুর বাড়িতে তার যৌতুক লোভী স্বামী শেখ ফরিদ (২৮), তার ভাসুর লিটন (৪০) ও হাসান (৩৬) সহ সন্ত্রাসী কায়দায় মারপিট করে গলা টিপে হত্যা করে। পরে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টায় গলায় রশি দিয়ে আড়ার সাথে বেঁধে চেয়ারে বসিয়ে রাখে।
ভূইয়ার হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিক উদ্দীন লাশ উদ্ধার করেন।
খবর পেয়ে তাৎক্ষনিক চরজব্বার থানার অফিসার ইনচার্জ সাহেদ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় কিছু লোক জনের সাথে কথা বলে জানা যায়, এটি পরিকল্পিত হত্যাকান্ড।নিহতের স্বামী, ভাসুরসহ সবাই পলাতক।থানায় মামলার প্রস্তুতি চলছে।


0 Comments