কোম্পানীগঞ্জে সওজের ৪ কোটি টাকা প্রকল্পের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পে বাংলাবাজার থেকে ছোটধলী পর্যন্ত ১৫০০ মিটার রাস্তা পাকাকরণ কাজে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।


স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন, রাস্তার সিলকোট হয়েছে নিন্মমানের এবং দিচ্ছে কম থিকনেস, ব্যবহৃত হয়েছে নিন্মমানের বিটুমিন। গত ১৩ মে সোমবার দুপুরে সিলকোটের (পিচের) কাজ করার প্রায় ১ঘন্টা পর পাকা সড়কের বিভিন্ন স্থানে হাত দিয়েই সড়কের পিচ উঠায় স্থানীয় এলাকাবাসী। 

পরে এলাকাবাসীর অভিযোগের মুখে ঠিকাদারের লোকজন পুনরায় পিচ উঠে যাওয়া স্থানে পিচ ঢালাই করে। তবে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে সড়কের স্থায়িত্ব নিয়ে বেজায় শঙ্কা থাকছে। এলাকাবাসীর প্রশ্ন, নতুন সড়কের এখনই যদি এ অবস্থা হয় তাহলে সামনের বর্ষায় কি অবস্থা হবে। এতসব অনিয়মের পরও সড়ক ও জনপথ বিভাগের নীরবতায় এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেন এবং নিয়মিত তদারকির মাধ্যমে কাজটি বাস্তবায়নের আশা প্রকাশ করেন।

নোয়াখালী সওজ কার্যালয় সূত্রে জানা গেছে, ৪ কোটি টাকা ব্যয়ে জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের ১৫০০ মিটার সড়কের এ কার্যাদেশ পায় রাজু এন্টার প্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান ।

মেসার্স রাজু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ছিদ্দিক উল্যাহ ভুট্টোর মুঠোফোনে যোগাযোগ করে হলে তিনি জানান, তিনি ৮০ ভাগ মানসম্পন্ন কাজ করেছেন। নিন্মমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি তিনি নাকচ করে দেন।

এ বিষয়ে নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঠিকাদার সড়ক নির্মাণে কোন অনিয়ম বা নিন্মমানের কাজ করলে ছাড় দেওয়া হবে না। আমরা মানসম্পন্ন কাজ বুঝে নেব।

Post a Comment

0 Comments