কোম্পানীগঞ্জে ঝুঁকিপূর্ণ তারে পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

কোম্পানীগঞ্জে ভবন মালিকের দায়িত্বহীনতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে।


আজ শনিবার সকালে চরফকিরা ১নং ওয়ার্ডের চাপরাশিরহাট বাজারের হানিফ ম্যানশনে উচ্চ ক্ষমতাসম্পন্ন ৩৩ হাজার ভোল্ট তার বিল্ডিংয়ের ছাদ ছুঁই ছুঁই অবস্থায় অরক্ষিত হওয়ায় এই ঘটনা ঘটে। নিহত জয়নাল হক (২৫) ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার জহিরুল হক’র ছেলে। পরে পুলিশ আজ সকাল দশটায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থা

স্থানীয় বাসিন্দা আশ্রাফ হোসেন জানান, ভবন মালিকের অবহেলায় বিদ্যুৎপৃষ্ট এই শ্রমিকের মৃত্যু হয়েছে। এর আগেও ভবন মালিকের অবহেলায় এ ভবনের ছাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে আরেক জনের মৃত্যু হয়। 

বিদ্যুতের বিদ্যমান বিতরণ ব্যবস্থা বেশ ঝুঁকিপূর্ণ ও নাজুক। বছরের পর বছর পার হলেও ঝুঁকিপূর্ণ এসব বিদ্যুতের তারের স্থান পরিবর্তনের কোন উদ্যোগ নেয় না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি এসব তারে শুধু মানুষের প্রাণই কেড়ে নেয় না বিদ্যুৎ চুরির মহোৎসব ও চলে। 

ভবন মালিকের ছেলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান নোয়াখালী সদরে মিটিংয়ে থাকায় তার মুঠোফোনে যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

এ বিষয়ে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি কোম্পানীগঞ্জ আঞ্চলিক কার্যালয়’র ডিজিএম’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে থানায় গিয়ে, আমি নিহতের লাশ দেখেছি। হাই ভোল্টের বৈদ্যুতিক তারে পৃষ্ট হয়ে মৃত্যুর লক্ষন এ রকম নয় বলে তিনি মন্তব্য করেন।

Post a Comment

0 Comments