নোয়াখালী প্রতিনিধি: "নোয়াখালী প্রাইভেট হাসপাতাল" নামক একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার কারণে নবজাতকর মৃত্যুর অভিযােগ করেছে স্বজনরা। রোববার বিকালে দুই দিনের ওই শিশুটি মারা যায়। শিশুটির বাড়ি জেলা শহর মাইজদীর রামনারায়নপুর গ্রামে।
শিশুটির পরিবার অভিযােগ করে বলেন, গত শুক্রবার দুপুরে হাসপাতালটিতে অপারশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। চিকিৎসক শিশুটিকে সুস্থই বলেছেন।
হঠাৎ আজ (রাবিবার) সকাল থেকে শিশুটি মায়ের দুধ সেবন করছে না। বিষয়টি নার্সদের একাধিকবার জানালেও তারা চিকিৎসককে কল করেনি। বিকালের দিকে শিশুটি নিস্তেজ হয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তারকে কল দেয়। পরে ডাক্তার এসে দেখে শিশুটি মারা গেছে।
শুক্রবার দুপুর অপারেশন থিয়েটারে অপারেশন চলাকালীন ডাক্তারও রোগির সঙ্গে অশাভন আচরণ করছে এবং রোগির গায় হাত তোলারও চেস্টা করে।
এ ছাড়া অপারেশন অবস্থায় রোগির মাথার পাশে ডাক্তারের সন্তান মোবাইল গেমস্ খেলার জন্য বসিয়ে দেওয়ার অভিযােগ করছে নিহত শিশুর মা।
তবে শিশু মৃত্যুতে হাসপাতাল কর্তপক্ষের অবহেলার কথা অস্বীকার করছে কর্তৃপক্ষ। তারাও সন্ধীহান কেন সুস্থ শিশু মৃত্যু বরণ করেছে।


0 Comments