মাইজদী শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০টি প্রতিষ্ঠানকে এক লক্ষ ১৮ হাজার টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি: মূল্য তালিকা সংযোজন না করা, নির্ধারিত ধামের চেয়ে অতিরিক্ত দামে পন্য বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগ ১০টি প্রতিষ্ঠানকে এক লাখ ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 


বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত নোয়াখালী জেলা শহর মাইজদীতে বিভিন্ন খাদ্যদ্রব্র বিক্রয় প্রতিষ্ঠান ও বিপনী বিতানে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রোকনুজ্জামান খান।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিপনী বিতান শখ’কে ৩০ হাজার টাকা, বিশাল সেন্টারকে ২০ হাজার টাকা, পৌর বাজারের বিভিন্ন মুদি দোকান ও কাঁচামালের আরো ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ১৮ হাজার টাকা জরিমানা করাহয়। 

এ সময় বেশ কিছু মেয়াদ উর্ত্তীণ ও হাইকোর্টের নিষিদ্ধ ৫২ পণ্য জব্দ ও নষ্ট করা হয়। এছাড়া যাদের কাছে এখনও নিষিদ্ধ ৫২ পন্য রয়েছে তাদেরকে আগামী দুই দিনের মধ্যে তা সরিয়ে নেয়ার হুশিয়ারি দেয়া হয়েছে। 

অভিযানে আরো অংশগ্রহণ করেন নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও সুধারাম থানা পুলিশ। ফুটেজের শেষে সিঙ্ক দেয়া আছে। সিঙ্ক: মো. রোকনুজ্জামান খান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, নোয়াখালী জেলা প্রশাসন।

Post a Comment

0 Comments