নোয়াখালী প্রতিনিধি:
আজ মঙ্গলবার সকাল ১১ টায় জেলা শহরের টাউনহল মোড়ের প্রধান সড়কে এমপিও ভূক্ত বেসরকারী শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অবসর ও কল্যান ট্রাস্টেও জন্য ১০% কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতির নোয়াখালী শাখা। ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সহস্রাধিক শিক্ষক কর্মচারী অংশ গ্রহন করেন।
জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেমের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন মো: আলমগীর, ভক্তি রঞ্জন ঘোষ সহ অন্যান্ন শিক্ষক নেতৃবৃন্দ।
বক্তাগণ অনতিবিলম্বে প্রজ্ঞাপণ বাতিল সহ পুর্নাঙ্গ উৎসব ভাতা, বাড়ী ভাড়া,চিকিৎসা ভাতা প্রদান সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করন ও মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যাকারীদের দ্রুতবিচারের দাবী জানান।
মানববন্ধন শেষে শিক্ষক কর্মচারীগণ বিক্ষোভ মিছিল করে এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।



0 Comments